আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতে ইমরান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার এ আদালত পরিচালনা করেন। মোবাইল চুরি এবং মাদক বহন ও সেবনের অপরাধে ভ্রাম্যমান
আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে ইমরান (২৮) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়াও সে বিভিন্ন সময় সে চুরি কাজের সাথেও জড়িত থাকে। থানায় এর আগে সে দুটো মাদক মামলার আসামী। মঙ্গলবার সকালে পুকুরিয়া গ্রামের গ্রামপুলিশ লিচমিন বেগমের ঘর থেকে মোবাইল চুরি করে চম্পট দেয়। এসময় গ্রামবাসী ইমরানকে হাতেনাতে ধরে প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ও বাঘারপাড়া থানার এসআই পলাশ ঘটনাস্থলে যেয়ে ইমরানকে তল্লাশী করে চুরির মোবাইল ফোন, গাজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। এসময় নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য সেবন ও বহনের অপরাধে ৩৬(১) ও ৪২(২) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার জানান,‘ইমরানের স্বীকারোক্তি এবং মাদক বহন ও সেবনের যথেষ্ট প্রমান থাকায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় আদালত আরো বলেন, পরিবার এবং প্রতিবেশীরাও তার উপর অতিষ্ট ছিলো’।