শিরোনাম
◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ছিনতাই

কুমিল্লার বুড়িচংয়ে কংশনগর সোনালী ব্যাংকের এক গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে টাকা ছিনতাই করেছে প্রতারকচক্র। বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকের ম্যানেজার মো. মাহফুজুল রহমান খান।

সোমবার দুপুর ১২টার দিকে ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার সোনালি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল কুদ্দুছ।

ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, কুদ্দুছ ওই দিন নিজ বাড়ি থেকে একটি চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যান। তখন এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। এ সময় অপরিচিত ৫-৬ জন গ্রাহক সেজে কুদ্দুছের পাশে এসে টাকা গণনা করে প্রতারকচক্র। তখনই ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) কুদ্দুছের নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়।

এরপর থেকেই ওই গ্রাহক পুরোপুরি ওই প্রতারকচক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রের সদস্যরা।

বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান কংশনগর সোনালী ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং প্রতারকচক্রের সদস্যদের ধরিয়ে দিতে পারলে সন্ধানদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। 

এই প্রতারকচক্রকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করে কংশনগর সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মাহফুজুল রহমান খান বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগেও আরেক ব্যাংকের গ্রাহকের সঙ্গে এমন ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, ‘দেবপুর ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়