শিরোনাম
◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করতে হবে : হেফাজতে ইসলাম 

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওই দখলদার ইসরাইল ৪ শতাধিক ফিলিস্তিনি ভাইবোনকে হত্যা করেছে। এটা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে।
 
বুধবার (১৯ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় উপদেষ্টা ও কুমিল্লা জেলার সভাপতি আল্লামা নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
তিনি আরও বলেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ। সম্প্রতি লাউড স্পিকারে আজান দেয়ার অভিযোগে এক ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হোলির অজুহাতে মুসলিমদের নামাজ আদায়ে বাধা দেয়া হয়েছে এবং নামাজরত মুসল্লিদের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে! ভারত এসব বন্ধ না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।
 
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, কুমিল্লা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী শামছুল ইসলাম জিলানী, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, কুমিল্লা জেলার সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতী আমজাদ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তরের সভাপতি ও হেফাজতে ইসলাম মহানগরীর সহ-সভাপতি মাওলানা তৈয়্যব, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু।
 
এছাড়াও আরও বক্তব্য রাখেন, কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক ও বুড়িচং উপজেলার সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আশরাফী, সহ-সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, আবু মোতাহের হোসাইন, কুমিল্লা মহানগরীর যুগ্ন সেক্রেটারি মুফতি মুজাম্মেল, মুফতি ইয়াকুব, সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আবুল বাশার, যুগ্ম সেক্রেটারি মাওলানা জামিল আশরাফী, মাওলানা মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মান, প্রচার সম্পাদক মাওলানা আমানুল্লাহ মুন্সী, জেলা অর্থ সম্পাদক হাফেজ জসিম উদ্দিন প্রমুখ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়