শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় রাজধানী ঢাকা থেকে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে হেলালকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হেলাল রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য।

পুলিশ জানায়, সোমবার (১৭ মার্চ) রাতে রাজধানীর মিরপুর এলাকার বাসা থেকে মেট্টোপলিটন পুলিশের একটি দল তাকে আটক করে। মঙ্গলবার তাকে লক্ষ্মীপুর পুলিশের কাছে হস্তান্ত করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় হেলাল এজাহারভুক্ত আসামি। এছাড়া তাকে সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, শিক্ষার্থী আফনান হত্যা মামলায় হেলালকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। অজ্ঞাত আসামি হিসেবে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়