শিরোনাম
◈ ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে: তারেক রহমান ◈ গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ ভ্যাটের রসিদ নিলে লাখ টাকা জেতার সুযোগ: এনবিআর চেয়ারম্যান ◈ বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত: নিক্কেই এশিয়ার রিপোর্ট ◈ দেশের আরও তিনটি কারখানা পেল পরিবেশবান্ধব সনদ ◈ দেশ কঠিন সময় অতিক্রম করছে: মির্জা ফখরুল ◈ ঈদের আগে মুক্তি মিললো ভারতে পাচারে ২১ শিশু ◈ দরজায় অটোলক ব্যবহারসহ ঈদে নিরাপত্তা নিশ্চিতে ১৪ নির্দেশনা ডিএমপির ◈ দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম ◈ লামিনে ইয়ামাল প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে স্পেনের হয়ে ম্যাচ খেলবেন 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৪০ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ

সাভার প্রতিনিধি : সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ৩ পুলিশ সদস্য। এ ঘটনায় মারধর ছাড়াও পুলিশের যানবাহন ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুবাড়িয়া শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ওপর হামলা ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল একজনকে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

এদিকে পুলিশের সূত্রে জানা গেছে, সাভার মডেল থানার উপ পরিদর্শক(এস আই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আসামি গ্রেফতার করতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের "ভুয়া পুলিশ" আখ্যায়িত করে তাদের ঘেরাও করে রাখেন এলাকাবাসী। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশের ৩টি মোটরসাইকেল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভারে নিয়ে আসে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মোহাম্মদ নাসির (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নাসির শোভাপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

ইতোমধ্যেই পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানা একটি মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়