শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর চাম্ব‌লে অগ্নিকান্ডে খামারির এক হাজার মুরগি সহ নগদ টাকা পুঁ‌ড়ে ছাই

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর চাম্ব‌লে অগ্নিকান্ডে একটি খামারের এক হাজার মুরগি ও নগদ ৬০ হাজার টাকা পুঁড়ে ছাই হ‌য়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষা‌ধিক  টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ফার্মের মালিক মোজাফ্ফর আহমদ। মঙ্গলবার দিবাগত  রাত (বুধবার ভোর রাত আডাইটার ) সময় (১৯ মার্চ) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার ব‌্যবসায়ী মোজাফ্ফর আহমদের মুরগীর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় খামারে থাকা ১৫ দিন বয়সী এক হাজার মুরগি পুঁড়ে যায়। এ সময় ড্রয়া‌রে থাকা ৬০ হাজার নগদ টাকাও পুঁড়ে যায় বলে জানা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী খামারীর প্রতিবেশী মো. মনজুর বলেন, ‘গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দি‌কে  মুরগির খামারে আগুন ধরে। মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে যায়। এ‌তে প্রায়  ৫ লক্ষা‌ধিক  টাকার মালামাল পুঁ‌ড়ে ছাই হ‌য়ে‌ যায়  ব‌লে জানান তি‌নি।

স্থানীয়রা এ‌গি‌য়ে এ‌সে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা কর‌লে ও ফায়ার টিম ঘটনাস্থ‌লে সরু সড়‌কের কার‌ণে পৌঁছতে পা‌রে‌নি। বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দা‌য়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান ব‌লেন ‘খামারে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই খামার ও মুরগি পুঁড়ে যায়।  খামারে যাওয়ার সড়কটি বেশী সরু হওয়ায় ফায়ার সার্ভিস এর গা‌ড়ি ঘটনাস্থ‌লে ডুক‌তে পার‌বেনা বলে স্থানীয়রা জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়