শিরোনাম
◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর চাম্ব‌লে অগ্নিকান্ডে খামারির এক হাজার মুরগি সহ নগদ টাকা পুঁ‌ড়ে ছাই

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর চাম্ব‌লে অগ্নিকান্ডে একটি খামারের এক হাজার মুরগি ও নগদ ৬০ হাজার টাকা পুঁড়ে ছাই হ‌য়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষা‌ধিক  টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ফার্মের মালিক মোজাফ্ফর আহমদ। মঙ্গলবার দিবাগত  রাত (বুধবার ভোর রাত আডাইটার ) সময় (১৯ মার্চ) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার ব‌্যবসায়ী মোজাফ্ফর আহমদের মুরগীর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় খামারে থাকা ১৫ দিন বয়সী এক হাজার মুরগি পুঁড়ে যায়। এ সময় ড্রয়া‌রে থাকা ৬০ হাজার নগদ টাকাও পুঁড়ে যায় বলে জানা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী খামারীর প্রতিবেশী মো. মনজুর বলেন, ‘গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দি‌কে  মুরগির খামারে আগুন ধরে। মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে যায়। এ‌তে প্রায়  ৫ লক্ষা‌ধিক  টাকার মালামাল পুঁ‌ড়ে ছাই হ‌য়ে‌ যায়  ব‌লে জানান তি‌নি।

স্থানীয়রা এ‌গি‌য়ে এ‌সে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা কর‌লে ও ফায়ার টিম ঘটনাস্থ‌লে সরু সড়‌কের কার‌ণে পৌঁছতে পা‌রে‌নি। বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দা‌য়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান ব‌লেন ‘খামারে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই খামার ও মুরগি পুঁড়ে যায়।  খামারে যাওয়ার সড়কটি বেশী সরু হওয়ায় ফায়ার সার্ভিস এর গা‌ড়ি ঘটনাস্থ‌লে ডুক‌তে পার‌বেনা বলে স্থানীয়রা জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়