শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৫৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে চাঁদাবাজির অভিযোগে ২জন গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সিলেটের পি‌ডি‌বি প্রজেষ্ট অ‌ফিসের অধীনে ছাতকে মেরামতে নামে বিদ‌্যুৎ গ্রাহকদের কাছ থেকে চাঁদাবা‌জি করতে গিয়ে দুই জনকে গ্রেফতার করেছে সেনাবা‌হিনী। গত সোমবার বিকালে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম উপজেলার জাউয়া বাজার এলাকায় দেওকাপন গ্রামে অভিযান চালিয়ে মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ওরফে ফাহাদকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউখালী প্রকাশ কাউলজানী গ্রামের মৃত সাহাদাত আলী চৌধুরী পুত্র ও ফজলুর রহমান ফাহাদ (৩২) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গুহকোনা গ্রামের বাদশাহ মিয়ার পুত্র। তারা দু'জনই জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের সেলিম সি‌দ্দিকীর বাড়িতে ভাড়াটে থাকেন। 

গত মঙ্গলবার সকালে আসামীদেরকে ছাতক থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে উপজেলার জাউয়াবাজার ইউপির দেওকাপন গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র সাইদুল হক বাদী হয়ে ঠিকাদা‌রি প্রতিষ্টানের মা‌লিক হাজী শহীদ তালুকদারকে প্রধান, তার শ‌্যালক মাসুম ও ফজলুর রহমান, কামাল তালুকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা আশরাফ, উপজেলা যুবলীগ নেতা চাদ মিয়া ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির পুরান বাঁশতলা গ্রামের আইন উদ্দিনের পুত্র আজিজ রহমান নাম উল্লেখ করে প্রতারনা ও চাঁদাবা‌জির মামলা থানায় রুজু করেন।

এ বিষয়ে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, চাঁদাবা‌জি করতে গিয়ে সেনাবা‌হিনীর হাতে দুজন গ্রেফতার হন। পুরাতন লাইন মেরামতের নামে ৫বছর ধরে এক‌টি চাঁদাবাজ চত্রু প্রতারনা করে আসছে ছাতকে। এ চত্রেুর বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন‌্যান‌্য আসামীদের গ্রেফতারে অ‌ভিযান অব্যহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়