শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৪৬ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর জেল-জরিমানা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চার জনকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৭ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানার আদেশ প্রদাণ করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের মৃত খয়েরের ছেলে ইউনুস আলী শাহ (৭০), একই উপজেলার অন্তাহার গ্রামের ইনতাজ আলীর ছেলে জুয়েল মন্ডল (৪০), কলসা রথবাড়ী এলাকার হাফিজার রহমানের ছেলে সোহাগ হোসেন (৩২) ও ইয়ার্ড কলোনী এলাকার ছাত্তার হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলার সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করার অপরাধে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউনুস আলী শাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জুয়েল মন্ডল, সোহাগ হোসেন ও ফারুক হোসেনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়