শিরোনাম
◈ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ◈ যুদ্ধবিরতি ইস্যু নিয়ে ফোন দেওয়ার পর ট্রাম্পকে এক ঘণ্টা বসিয়ে রেখেছিলেন পুতিন! ◈ ৩ এপ্রিল ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদে ৯ দিন ছুটি ◈ হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ, প্রজ্ঞাপন জারি ◈ হামজা চৌধুরীকে নিয়ে ভারতে বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা ◈ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে ভারতে গেলো বাংলাদেশ দল, খেলবেন হামজা ◈ চাপের কোনো প্রশ্ন আসে না বা দেখতে পাই না : আলী রীয়াজ ◈ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ◈ ৩২-এর সেই ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে যা বললেন ন্যান্সি ◈ কুড়িগ্রাম জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা (ভিডিও)

নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আলম। স্বাস্থ্য ভালো রাখতে নেতাকর্মীদের এ পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

নাজিম উদ্দিন আলম বলেন, ‘আমি গত ১০ তারিখে আমার নির্বাচনী এলাকা চরফ্যাশন-মনপুরায় (ভোলা-৪) যাই এবং সেখানে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে, হাইকমান্ডের নির্দেশ অনুসারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি। আমার বাসভবনে ১০ তারিখে, এরপর ১১ তারিখে মনপুরাতে করতে (ইফতার মাহফিল) যাই।’

তিনি বলেন, ‘মনপুরাতে যখন আমি রওনা দেব, তার প্রাক্কালে ১১ তারিখ সকালে আমার বাসভবনে আমাদের কিছু নেতাকর্মী আসে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আমার বাসার ড্রইংরুমে আমি কিছু কথা বলেছিলাম, এই ধরেন স্বাস্থ্যগতভাবে আমাদের নেতাকর্মীরা যাতে সুস্থ থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে এবং আমাদের দেশের নেতাকর্মীদের একটা মেসেজ (বার্তা) দেওয়ার চেষ্টা করেছি যাতে সবাই ধীর-স্থিরভাবে রাজনীতিটা করে।’

বিএনপির এ নেতা বলেন, ‘রাজনীতিতে অস্থিরতার জায়গা নাই। আর ধৈর্য ধরতে হবে এবং বলেছি স্বাস্থ্যের দিকেও নজর রাখার জন্য। স্বাস্থ্য যেন ভালো থাকে, বেশি বেশি খাবেন না, কম কম খাবেন। তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। এই কথাও উদাহরণ দিয়েছি যে, দেখেন রাজনীতি তো একটা ম্যারাথন রেস। এইটায় অনেক দূর যেতে হয়। ধীরে ধীরে যেতে হয়। আপনি যদি জোরে দৌড় দেন, ম্যারাথনে যদি জোরে দৌড় দেন আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি মাঝপথেই হোঁচট খেয়ে পড়ে যাবেন, চিৎ হয়ে পড়ে যাবেন।’

তিনি বলেন, ‘তো, এইভাবে আমি আমার নেতাকর্মীদের উদ্দেশে একটা পরামর্শ দিয়েছি যাতে তারা ভালোভাবে চলতে পারে, অস্থির না হয়, ধীর-স্থিরভাবে আগায়। আর হঠাৎ করে কেউ কেউ নেতা হতে চায়। লাফ দিয়ে ওপরে উঠতে চায়। তারপর ধপাস করে পড়ে যায়। তো, এইটা যাতে না হয়। ধীরে ধীরে রাজনীতিতে আগান।’

নাজিম উদ্দিন আলম বলেন, ‘আমার অনেক নেতারা আমার কাছে বড় বড় পোস্ট চায় যে ভাই আমি অনেক কষ্ট করেছি, আমাকে বড় পোস্ট দেন। লাফ দিয়ে ওপরে উঠতে চায়। তো, তাদের উদ্দেশেই বলেছি, আস্তে আস্তে আগান। হ্যাঁ, ধীর-স্থিরভাবে আগান, তাতে টেকসই থাকবে, টেকসই হবে। রাজনীতিতে সুন্দরভাবে আগাতে পারবেন, আস্তে আস্তে পদ পাবেন, সে পদটা ধরে রাখতে পারবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়