শিরোনাম
◈ খাদ্য আমদানি: প্রয়োজন প্রায় ৮০ লাখ টন, হয়েছে ৪৮ লাখ ◈ ব্যক্তির ছবি থাকছে না নতুন টাকায়, হাতে পাওয়া যাবে যখন (ভিডিও) ◈ সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম ◈ পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি ◈ করমুক্ত আয় সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের ◈ যুক্তরাজ্য থেকে ১৩৭৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার ◈ সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য ১৫১৩ কোটি টাকা অনুমোদন ◈ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্ত্র আমদানিতে ভারতের কৌশলগত পরিবর্তন ◈ অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে: ডিএমপি কমিশনার ◈ দিনে কেউ ফল বিক্রেতা-অটোরিকশাচালক, রাতে ডাকাত (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০২:৩১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ জুয়েল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় ৫০ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপতারকৃত জুয়েল ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি (সাকোয়ার বাজার) এলাকায় একটি মাইক্রোবাস আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে অবস্থান করা জুয়েল নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং গাড়িতে থাকা একটি বস্তায় থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসা করলে তার কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেফতার দেখানো হয়। থানা পুলিশের গোপনীয়তা রক্ষার্থে এবং বিষয়টি তদন্তে আরও কিছু তথ্যের জন্য দেরিতে সাংবাদিকদের অবগত করা হলো।

গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা পক্রিয়াধিন রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়