জীবননগরে যুবকের মলদার থেকে ৮৭ লক্ষ টাকার স্বর্ণের বার উদ্ধার
জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা জীবননগরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে অভিনব কায়দায় স্বর্ণের চালান পাচারের সময় ৬পিচ স্বর্ণের বারসহ চোরাচালানী রকি গ্রেফতার।
গ্রেফতারকৃত চোরাকারবারী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে রাজ রকি (৩২)।
বিজি সুত্র থেকে জানা গেছে সোমবার সন্ধ্যা পোনে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ৫৮ ব্যাটিলিয়নের অধিনস্ত জীবননগর বিওপি’র টহল দল কর্তৃক রাজ রকি (৩২) কে জীবননগর পৌর এলাকার থানা মোড় থেকে আটক করে জীবননগর বিওপি ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে রকি প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মলত্যাগ করানো হলে তার মলদার থেকে দুটি কস্টেপ প্যাচানো পোটলা বের হয়ে আসে। পরবর্তীতে পোটলা দুটি খোলা হলে ৬ টি স্বর্ণের বার বেড়িয়ে আসে যার ওজন ৭২৮.৯৬ গ্রাম। যার বর্তমান বাজার মল্য আনুমানিক ৮৭ লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত আশি টাকা।
আটককৃত আসামী রকির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারসমুহ আদালতের মাধ্যমে সরকারি কোষাগার, চুয়াডাঙ্গায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###