শিরোনাম
◈ খাদ্য আমদানি: প্রয়োজন প্রায় ৮০ লাখ টন, হয়েছে ৪৮ লাখ ◈ ব্যক্তির ছবি থাকছে না নতুন টাকায়, হাতে পাওয়া যাবে যখন (ভিডিও) ◈ সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম ◈ পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি ◈ করমুক্ত আয় সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের ◈ যুক্তরাজ্য থেকে ১৩৭৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার ◈ সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য ১৫১৩ কোটি টাকা অনুমোদন ◈ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্ত্র আমদানিতে ভারতের কৌশলগত পরিবর্তন ◈ অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে: ডিএমপি কমিশনার ◈ দিনে কেউ ফল বিক্রেতা-অটোরিকশাচালক, রাতে ডাকাত (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০২:০৭ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বৃদ্ধ মোয়াজ্জেমকে পিটালেন যুবক 

ফয়সাল চৌধুরী, মিরপুর ও ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ৭৫ বছরের এক বৃদ্ধ মোয়াজ্জেমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কাজী রঞ্জু (৪৫) নামে এক যুবকের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই বৃদ্ধকে স্বজনরা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আদর্শ পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মোয়াজ্জেম (অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য) মো. আমিন বেপারী (৭৫) একই এলাকার মৃত ইসহাক বেপারীর ছেলে। অভিযুক্ত একই এলাকার কাজী রঞ্জু (৪৫)। কাজী রঞ্জু ৬নং ওয়ার্ডের কাজী শহীদুল মাওলানার ছেলে।

সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম। স্থানীয় সুত্রে জানাগেছে, কয়েকদিন আগে অভিযুক্ত রঞ্জু আদর্শপাড়া জামে মসজিদ থেকে রান্নার কাজের জন্য একটি সসপেন নিয়ে যায়। পরবর্তীতে মসজিদের মোয়াজ্জেম সসপেনটি ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত রঞ্জু। একপর্যায়ে বৃদ্ধ মোয়াজ্জেম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত রঞ্জু এলোপাথাড়ি বাটাম দিয়ে মেরে গুরুত্বর  আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় মোয়াজ্জেমকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

অভিযুক্ত কাজী রঞ্জুর সাথে একাধিক যোগাযোগ করার চেষ্টা করার পরেও  তাকে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আহত মোয়াজ্জেম মো. আমিন বেপারী বলেন, মসজিদ থেকে রান্নার কাজের জন্য একটি সসপেন নিয়ে যায় রঞ্জু। পরবর্তীতে মসজিদের সসপেনটি ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে রঞ্জু। এর কিছুক্ষণ পর আমি মসজিদের কার্পেট শুকাতে রোদে দিয়েছিলাম সেই মুহূর্তে পিছন থেকে এসে বাটাম দিয়ে কাজী রঞ্জু অতর্কিতভাবে হামলা চালায়। 

মুঠোফোনের কথা হলে রাত সাড়ে দশটার সময় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত মোয়াজ্জেম  মো. আমিন বেপারীকে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়