শিরোনাম
◈ ব্যক্তির ছবি থাকছে না নতুন টাকায়, হাতে পাওয়া যাবে যখন (ভিডিও) ◈ সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম ◈ পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি ◈ করমুক্ত আয় সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের ◈ যুক্তরাজ্য থেকে ১৩৭৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার ◈ সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য ১৫১৩ কোটি টাকা অনুমোদন ◈ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্ত্র আমদানিতে ভারতের কৌশলগত পরিবর্তন ◈ অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে: ডিএমপি কমিশনার ◈ দিনে কেউ ফল বিক্রেতা-অটোরিকশাচালক, রাতে ডাকাত (ভিডিও) ◈ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য পৌঁছেছে যুক্তরাষ্ট্রে: মার্কিন সিনেটর গ্যারি পিটার্স 

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: থানায় মামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় মামলার বিষযটি নিশ্চিত করেছেন সালথা থানা পুলিশ।
 
স্থানীয়রা জানান, উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম মোস্তফা (৬০) এর উপর রবিবার সকালে  অতর্কিতভাবে ওই গ্রামের রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এতে গোলাম মোস্তফা গুরুত্বর আহন হন। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
গোলাম মোস্তফার স্ত্রী মঞ্জু বেগম অভিযোগ করে বলেন,  আমার স্বামীর কাছে চাঁদা দাবি করলে সে চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর   একই গ্রামের হান্নু মিয়া ও তার ছেলে রহমান মিয়া এবং হুমায়ন মিয়াসহ ১৫/২০ জন লোক হামলা চালায়। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় আজ সোমবার একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, এই চক্র গত বৃহস্পতিবার  ১৩ মার্চ চাঁদার দাবিতে একই গ্রামের মোহাম্মাদ মোল্লাকে মারপিট করার অভিযোগ ওঠেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়