শিরোনাম
◈ করমুক্ত ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে এক ব্যবসায়ী ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন: এনবিআর চেয়ারম্যান ◈ হামজা চৌধুরী ৮ নম্বর জার্সি পরে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে চান ◈ আদিতমারীতে দোকানের সামনে মাটি ফেলে দোকান দখলের চেষ্টা বিএনপি নেতার ◈ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ লাখ লাখ রোহিঙ্গার চোখে এখন স্বদেশে ফিরে যাওয়ার স্বপ্ন ◈ সাকিবের সঙ্গে তুলনা করা নিয়ে যা বললেন হামজা ◈ ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা ◈ ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ◈ বিএনপিকে এক-এগারো’র মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান ◈ ব্যাংকের ঋণের ২৭ শতাংশ দিতে হবে সিএমএসএমই খাতে: কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে পলাতক পুত্রবধুসহ ৩ জনকে গ্রেফতার করছে পুলিশ

আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে শ্বশুড়ের দায়েরকৃত মামলার পলাতক পুত্রবধু নূরজাহানসহ ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ জানায়,সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের ৭/২৫ নং বিবিধ মামলার আসামী হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জগজীবনপুর গ্রামের আসকর আলী,তার কন্যা নূরজাহান বেগম ও ছেলে জাহির আলীসহ একই পরিবারের ৫ ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র মোঃ আফছর আলী বাদী হয়ে ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারায় তাদের বিরুদ্ধে গত ২১ জানুয়ারি ঐ মামলাটি দায়ের করেন। মামলায় বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করলে গত শুক্রবার (১৪ মার্চ) রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান,এএসআই জহিরুল হক, এএসআই সুজন মিয়া, এএসআই টিপু সুলতান ও নারী কন্সষ্টেবল রুমানা জান্নাত রুমার নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এদিকে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র মোঃ আফছর আলী বলেন,গত ৬ জানুয়ারি বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪০৬/৪২০/৫০৬ (২) ধারায় আমি বাদী হয়ে আমার পুত্রবধূ নূরজাহান বেগম ও তার ভাইয়ের বিরুদ্ধে আমল গ্রহনকারী জুডিসয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ০৪/২০২৫ইং মামলা দায়ের করি।

গত ২৫ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় আমার পুত্রবধূ নূরজাহান বেগম,আমার বালিশের নিচে থাকা আলমিরার ড্রয়ারের চাবি নিয়ে ভাই আনোয়ারের সহায়তায় তালা খুলে ড্রয়ারে রক্ষিত নগদ ২ লক্ষ টাকা ও আমার নাতির বিয়ের জন্য রক্ষিত ২ ভরি স্বর্ণালংকার নিয়ে তাৎক্ষনিকভাবে উদাও হয়। পরদিন জগজীবনপুরে গিয়ে ঘটনাটি বেয়াই আসকর আলীকে জানিয়ে নাতির বিয়ের জন্য সংরক্ষিত নগদ ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার আমি ফেরত চাই।

কিন্তু এক সপ্তাহের মধ্যে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েও আসকর আলী,তার মেয়ে ও ছেলের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করে আমাকে ফেরত প্রদান করেননি। তাই আমি পুত্রবধূর কাছে প্রতারিত হয়ে মামলা দায়ের করি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,এক নারীসহ ৩ জনকে গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতারের পর শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়