শিরোনাম
◈ অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় ◈ মুস্তাকিমের অনন্য রেকর্ড, ৫০টি চার ও ২২ ছক্কায় করেছেন ৪০০ রান, দল জিতেছে ৭৩৮ রানে ◈ ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে জাতীয় দলে নেওয়ার দাবিতে লং মার্চের ডাক ◈ ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না ৫ লাখ শিক্ষক-কর্মচারী ◈ অসহায় গ্রামবাসীদের পাশে ফুটবলার হামজা চৌধুরী ◈ নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে গেলো পাকিস্তান ◈ নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী 'আরসা'র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার ◈ এনজিওর দুই কর্মীকে তুলে নিয়ে নির্যাতন: পুরুষ কর্মীকে বিদ্যুতের শক দেওয়া হয়, নারী কর্মীকে নগ্ন করে ভিডিও ধারন ◈ যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত : সাইফুল হক

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় ভাতিজিতে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। রবিবার বিকালে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সারডুবি কানারবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। 

শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি হলে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত চাচা রাবিউল ইসলামকে আটক করেছে। অভিযুক্ত রাবিউল ইসলাম সারডুবি কানারবাজার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার্স  ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী।

পুলিশ জানায়, রবিবার বিকালে রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজিকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এসময় রাবিউল বাড়ি থেকে পালিয়ে যায়।

শিশুটির বাবা বলেন,’ অভিযুক্ত রাবিউল ইসলাম আমার চাচাত ভাই। আমার মেয়ের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।’

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক বলেন, শিশুটির বয়স ৫ বছর। শিশুটিকে যৌণ নিপীড়ন করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনাটি লোকমুখে শোনামাত্র আমি মেডিকেলে যাই। শিশুটিকে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করি একই সাথে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাবিউল ইসলামকে গ্রেফতার করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়