শিরোনাম
◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ◈ দেড় ঘন্টার বেশি সময় পর ট্রাম্প-পুতিন ফোনালাপ সমাপ্ত ◈ হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা ◈ অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় ◈ মুস্তাকিমের অনন্য রেকর্ড, ৫০টি চার ও ২২ ছক্কায় করেছেন ৪০০ রান, দল জিতেছে ৭৩৮ রানে ◈ ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে জাতীয় দলে নেওয়ার দাবিতে লং মার্চের ডাক ◈ ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না ৫ লাখ শিক্ষক-কর্মচারী ◈ অসহায় গ্রামবাসীদের পাশে ফুটবলার হামজা চৌধুরী ◈ নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে গেলো পাকিস্তান ◈ নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৫:১০ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল : রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় সশস্ত্র হামলা, চাঁদা দাবি, মারধর ও নির্যাতনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন সাজ্জাদুর রহমান (২৫), হাসানুর রহমান রাব্বি (২৫), রাকিব হাসান (২৮) এবং মো. সানি রহমান (৩০)। তাদের মধ্যে সাজ্জাদুর রহমান শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে, হাসানুর রহমান একই এলাকার বাবর আলীর ছেলে, রাকিব হাসান ভাড়ালিপাড়ার আ. মোতালেবের ছেলে এবং সানি রহমান বোয়ালিয়া থানার কুমারপাড়ার মো. হাবিবুর রহমান আল বাশারের ছেলে।

বিষয়টি নিশ্চিৎ করে রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গোপালগঞ্জ জেলার বাসিন্দা উত্তম বাড়ৈ বর্তমানে শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় ফ্রিল্যান্সিংয়ের কাজ করছিলেন। ১৬ মার্চ ২০২৫ বিকাল সাড়ে ৪ টার দিকে তার বান্ধবী জরুরি প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে আসে। কিছুক্ষণ পর আসামিরা দেশীয় অস্ত্রসহ উত্তম বাড়ৈর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। তারা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়, পাশাপাশি পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় আসামিরা ভুক্তভোগী এবং তার বান্ধবীকে মারধর করে এবং বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

এছাড়া, তারা বান্ধবীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, তারা শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় মারধর করে ও ধর্ষণের চেষ্টা চালায়। উত্তম বাড়ৈ কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করেন, ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, অভিযুক্তরা পুলিশ পৌঁছানোর আগেই আলামত নষ্ট করার চেষ্টা করে এবং পালিয়ে যায়। পরে শাহমখদুম থানার পুলিশ কমিশনার মো. মমিনুল করিমের নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ সরদার ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, চাকু, মোবাইল ফোন, ক্যামেরা, স্টাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভুক্তভোগীকে সুবিচার নিশ্চিত করা হবে। পুলিশ ঘটনার সকল দিক খতিয়ে দেখে এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

রাজশাহী প্রতিনিধি:

  • সর্বশেষ
  • জনপ্রিয়