শিরোনাম
◈ ভারতের হিন্দু-মুসলিম সহিংসতার শুরু যেভাবে ◈ কুমিরের পেট থেকে ইন্দোনেশিয়ান নারীর অলৌকিকভাবে বেঁচে ফেরার গল্প! (ভিডিও) ◈ উদ্বোধন হলো দেশের দীর্ঘতম রেল সেতুর ◈ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের দ্বিতীয় আর তামান্নার তৃতীয় বিয়ে, প্রথমে বিয়ে করে তৃতীয় লিঙ্গের একজনকে ◈ নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত ◈ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র ◈ সাতক্ষীরায় এবার হাসপাতালের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’! ◈ উত্তর কোরিয়া ও চীনের দিকে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে জাপান ◈ মানুষের সম্পৃক্ততা ছাড়াই ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম চীনে ডার্ক ফ্যাক্টরি! ◈ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথানত করি না: আনসারুল্লাহ নেতা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৫:১০ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল : রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় সশস্ত্র হামলা, চাঁদা দাবি, মারধর ও নির্যাতনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন সাজ্জাদুর রহমান (২৫), হাসানুর রহমান রাব্বি (২৫), রাকিব হাসান (২৮) এবং মো. সানি রহমান (৩০)। তাদের মধ্যে সাজ্জাদুর রহমান শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে, হাসানুর রহমান একই এলাকার বাবর আলীর ছেলে, রাকিব হাসান ভাড়ালিপাড়ার আ. মোতালেবের ছেলে এবং সানি রহমান বোয়ালিয়া থানার কুমারপাড়ার মো. হাবিবুর রহমান আল বাশারের ছেলে।

বিষয়টি নিশ্চিৎ করে রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গোপালগঞ্জ জেলার বাসিন্দা উত্তম বাড়ৈ বর্তমানে শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় ফ্রিল্যান্সিংয়ের কাজ করছিলেন। ১৬ মার্চ ২০২৫ বিকাল সাড়ে ৪ টার দিকে তার বান্ধবী জরুরি প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে আসে। কিছুক্ষণ পর আসামিরা দেশীয় অস্ত্রসহ উত্তম বাড়ৈর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। তারা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়, পাশাপাশি পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় আসামিরা ভুক্তভোগী এবং তার বান্ধবীকে মারধর করে এবং বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

এছাড়া, তারা বান্ধবীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, তারা শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় মারধর করে ও ধর্ষণের চেষ্টা চালায়। উত্তম বাড়ৈ কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করেন, ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, অভিযুক্তরা পুলিশ পৌঁছানোর আগেই আলামত নষ্ট করার চেষ্টা করে এবং পালিয়ে যায়। পরে শাহমখদুম থানার পুলিশ কমিশনার মো. মমিনুল করিমের নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ সরদার ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, চাকু, মোবাইল ফোন, ক্যামেরা, স্টাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভুক্তভোগীকে সুবিচার নিশ্চিত করা হবে। পুলিশ ঘটনার সকল দিক খতিয়ে দেখে এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

রাজশাহী প্রতিনিধি:

  • সর্বশেষ
  • জনপ্রিয়