শিরোনাম
◈  কয়েক দফায় মূল্য বৃদ্ধি: ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে চাল ◈ ব্যাংক খাত ঝুঁকির মুখে: খেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে ◈ জামানত ছাড়াই  ক্ষুদ্র উদ্যোক্তারা ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ◈ সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম করায় তাজকীরকে হত্যা করে নদীতে ফেলে দেন অভি ◈ খাদ্য সহায়তা হ্রাস, ভূ-রাজনৈতিক অবস্থান পরিবর্তন কি রোহিঙ্গাদের অন্ধকার ভবিষ্যতে নিয়ে যাবে! ◈ বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু, ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল ◈ বাণিজ্য উপদেষ্টার প্রশংসা করে যা বললেন হাসনাত ◈ গাজীপুরে শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ, পুলিশের ৬ সদস্য আহত ◈ বিশ্বকাপ বাছাই, ব্রজিলের বিরুদ্ধে মেসিকে ছাড়াই  দল ঘোষণা আর্জেন্টিনার

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের সীমান্তবর্তী মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাধারণ জনগন। অবৈধভাবে বালু উত্তোলনকারী আওয়ামী লীগের অবৈধ অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করেন।
 
রোববার (১৬ মার্চ) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় নরসিংদী জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, এর নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য দেন, নরসিংদী জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার, সাবেক ছাত্রদল সভাপতি মোজাম্মেল হক,এড কাউছার আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
বক্তারা বলেন, চর এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সাবেক মন্ত্রী ও এমপি রাজিউদ্দিন আহম্মদ রাজু ও রাজিব আহমেদ পার্থর আস্তাবাজনরা  র্দীঘদিন যাবৎ চরে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা সাধারন মানুষকে জিম্মি করে ডাকাতি, বাড়ীঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মেঘনা নদী থেকে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে,তারা আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করে রাজুর ছত্রছায়ায় চরে নৈরাজ্য সৃষ্টি করেন তাদের বিরোদ্ধে খুন সহ একাধিক অস্ত্র মামলা রয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও মারামারি  খুনাখুনি সহ বিভিন্ন কৌশলে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। প্রকৃত অপরাধীরা এখনো ধরা ছুয়ার বাহিরে সম্প্রতি রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা  প্রশাসন নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়েন  ‘চরমধুয়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইউনিয়নের ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। ৭২ ঘণ্টার মধ্যে যদি এই অবৈধ ড্রেজার বন্ধ না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
  • সর্বশেষ
  • জনপ্রিয়