ফরিদপুরে আছিয়া হত্যার বিচারের দাবিতে মহিলা দলের মানববন্ধন
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশু কন্যা আছিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী করেছে জেলা মহিলা দল। সোমবার (১৭ মার্চ) দুপুরে প্রেসক্লাবের সামনে শহরের প্রধান সড়কে এ কর্মসূচী করে ফরিদপুর জেলা ও মহানগর মহিলা দল।
এ সময় বক্তব্য দেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন আলম, মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভিন, সাধারণ সম্পাদক শিল্পী আক্তার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদের আগেই আছিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার কাজ সম্পন্ন করতে হবে। ধর্ষকদের ফাঁসির রায় ঘোষনা করতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন আছিয়ার মত আর কোন শিশুর সাথে এধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়।