শিরোনাম
◈ ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও ◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪ ◈ জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার ◈ ঈদের পর নির্বাচন ও সংস্কার দাবিতে ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ  ◈ অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা ◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৪৮ ◈ দেশে এই প্রথম বিরাট অঙ্কের ভার্চুয়াল মুদ্রা জব্দ ◈ ঈদের আগে আবারও বাড়লো  স্বর্ণের দাম, সোমবার থেকে কার্যকর ◈ বাংলাদেশে বিনিয়োগ করবে চীনের সৌর প্যানেল জায়ান্ট ‘লংগি’: চীনা রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১১:৩৭ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা

নিনা আফরিন ,পটুয়াখালী : রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী কুয়াকাটা।চির পরিচিত ব্যস্ত সৈকত এখন শুনশান নিরব।

পর্যটকের চাপ না থাকায় অলস সময় পার করছেন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা।সমুদ্রে পর্যটকদের নিয়ে ঘুরতে যাওয়া স্পিডবোট গুলি সারিবদ্ধ ভাবে বাঁধা রয়েছে সৈকতে।অধিকাংশ আবাসিক হোটেল এবং রেস্তোরাঁর বেশিরভাগ কর্মকর্তা -কর্মচারীরা ছুটিতে রয়েছেন।অনেক ব্যবসা প্রতিষ্ঠান আবার ধোয়া মোছা এবং সাজসজ্জার কাজ করছেন‌।ঈদ পরবর্তী পর্যটকদের ভালো আগমন ঘটবে বলে ধারণা করছেন সকল শ্রেণীর ব্যবসায়ীরা। 

সৈকতের ডাব ব্যবসায়ী আক্কাস হোসেন বলেন,পুরো রমজান মাসে আমাদের ব্যবসা বন্ধ থাকে।পর্যটক আসেন না তাই আমরা ডাব বিক্রি করতে পারিনা। পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে কাটাতে হয় এই মাসটা।তবে আশা করছি ঈদের দিন থেকে ভালো ব্যবসা করতে পারব।

সৈকতের ফটোগ্রাফার রুবেল বলেন, রোজার মাসে পর্যটক থাকেন না তাই এ মাসে অন্য পেশায় চলে যাই।পুরো রমজান মাস জেলে কাজ করি।অলস বসে থাকবো,তার থেকে ভালো সমুদ্রে মাছ ধরি।

কোটি কোটি টাকা বিনিয়োগ করা হোটেল মালিকরা সব থেকে বেশি লোকসান গুণেন এ মাসে।অধিকাংশ হোটেলের কর্মকর্তা কর্মচারীদের ছুটিতে পাঠানো হয়েছে।অনেক প্রতিষ্ঠান আবার ঈদকে কেন্দ্র করে ধোয়া মোছা এবং সাজ সজ্জার কাজ করে সময় পার করছেন।

আবাসিক হোটেল রূপন্তীর মালিক মোঃ রাকিব বলেন,যেহেতু এ মাসে পর্যটক নেই তাই আমরা আমাদের হোটেলে রঙের কাজ করাচ্ছি।এবং আরো কিছু টুকটাক কাজ বাকি রয়েছে সে সকল কাজ করাচ্ছি এখন।অন্য সময় পর্যটকের চাপ থাকে তাই চাইলেও কাজগুলি করানো যায় না।এ মাসে লোকশান হয় এটা সত্যি তবে আশা করছি ঈদের পরে সে লোকসান কাটিয়ে ওঠা যাবে শুধু আমি না সকল শ্রেণীর পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ১ মাসের লোকসান কাটিয়ে উঠতে পারবেন।

কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, রমজান মাসের প্রথম দিকে পর্যটকদের সংখ্যা কম থাকে।কিন্তু আশার কথা হচ্ছে, ২০ রমজানের পর কিছু বুকিং পাওয়া যায়।ঈদের জন্য আমাদের আরও বুকিংয়ের আশা রয়েছে।তবে রমজানে বরাবরই পর্যটন নগরীগুলো পর্যটকশূন্য থাকে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, পর্যটক না থাকলেও আমাদের টহল টিম সৈকতে দায়িত্ব পালন করছে।যাতে এখানে নিরাপত্তা বজায় থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়