শিরোনাম
◈ লাখ লাখ রোহিঙ্গার চোখে এখন স্বদেশে ফিরে যাওয়ার স্বপ্ন ◈ ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা ◈ ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ◈ বিএনপিকে এক-এগারো’র মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান ◈ ব্যাংকের ঋণের ২৭ শতাংশ দিতে হবে সিএমএসএমই খাতে: কেন্দ্রীয় ব্যাংক ◈ এবার শেখ হাসিনাকে নিয়ে ড. কামাল হোসেনের বিস্ফোরক মন্তব্য! ◈ ওয়াসার নিয়োগে নাহিদ-নুসরাতের সুপারিশ, যা বললেন হান্নান মাসুদ ◈ উন্নয়নকাজে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে ডিএনসিসি ◈ কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনা ◈ গ্যাসের দাম বাড়িয়ে পার্বত্য এলাকার অনসোর ব্লকের জন্য পিএসসি চূড়ান্ত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সেই বৃদ্ধ গ্রেপ্তার

মাগুরায় ধর্ষকের ন্যাক্কারজনক ক্ষত নিয়ে কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে ৭ বছরের শিশু আছিয়া। আলোচিত সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গাজীপুরের কালিয়াকৈরে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে শনিবার রাতে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অপর ধর্ষণের চেষ্টাকারী পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কারল সুরিচালা এলাকার মৃত বাহারুদ্দিনের ছেলে মোহর আলী (৫৯) ও নাটোরের সিংড়া থানার ক্ষিরপোতা বামিহাল এলাকার মৃত আবু তাহেরের ছেলে তফিজ উদ্দিন (৫০)।

এলাকাবাসী, শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার কারল সুরিচালা এলাকায় মাদরাসায় পড়ুয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে বাসা ভাড়া বাসায় থাকত। ঘটনার দিন বিকেলে সে বাসার পাশে খেলছিল। এ সময় পেয়ারা খাওয়ানোর কথা বলে পাশের নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান অভিযুক্ত মোহর আলী। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তখন বৃদ্ধ মোহর আলীকে আটক করে এলাকাবাসী।

অপরদিকে উপজেলার ডাইনকিনি এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি তার পরিবারের সঙ্গে একই এলাকায় ভাড়া বাসায় থাকত। গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে শিশুটিকে পা টিপতে বলেন একই বাসার ভাড়াটে তফিজ উদ্দিন। প্রথমে সে রাজি না হলে তিনি তাকে বিভিন্নভাবে বুঝিয়ে তার বাসায় নিয়ে যান। এক পর্যায়ে শিশুটির চিৎকারে তিনি আতঙ্কিত হলে শিশুটি দরজা খুলে বেরিয়ে যায়। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে শিশুটির মা বাদী হয়ে রবিবার সকালে মামলা দায়ের করেন।


এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এক ধর্ষণের ঘটনায় মোহর আলী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর ধর্ষণের ঘটনার আসামি পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়