শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ২ শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে ৯ ও ১০ বছরের দুই শিশুকে বলাৎকারের অভিযোগে বজলুর রহমান (৩০) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বজলুর রহমান কে মাদরাসা থেকে রাতেই আটক করে পুলিশ। অভিযুক্ত শিক্ষক সিরাজগঞ্জ জেলার হরিপুর উপজেলার বজ্ররা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। সে সরিষাবাড়ী রাওদাতুল আত্ফাল একাডেমী মাদ্রাসার (হিফয বিভাগের) সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের একটি মাদ্রাসায় ৯ ও ১০ বছরের দুই শিশুকে ২ মাসের বেশি সময় ধরে নিয়মিত বলাৎকার করে আসছেন শিক্ষক বজলুর রহমান। এ ঘটনায় ১০ বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের কাছে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শনিবার রাতে মাদ্রাসা ঘেরাও করে প্রায় তিন ঘণ্টা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

বলাৎকারের শিকার ২ শিশুর অভিভাবক জানান, তাদের ২ ছেলেকে দুই মাসের বেশি সময় ধরে বলাৎকার করে আসছিল ওই লম্পট শিক্ষক। সম্প্রতি ছেলেটির পায়ুপথে রক্তপাত শুরু হলে ঘটনাটি আমাদেরকে জানায়। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এই চরিত্রহীন লম্পট শিক্ষকের কঠিন শাস্তির দাবিও জানান তারা। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় আনা হয়। পরে রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়