শিরোনাম
◈ ব্যাংকের প্রতিটি শাখায় স্কুল ব্যাংকিং চালু করতে হবে ◈ দুটি কারণ পাওয়া গেছে এসএসসিতে পরীক্ষার্থী কমে যাওয়ার ◈ যে কারনে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের ◈ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় নিয়ে কেন লুকোচুরি? ◈ ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও ◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪ ◈ জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার ◈ ঈদের পর নির্বাচন ও সংস্কার দাবিতে ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ  ◈ অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা ◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মো:আদনান হোসেন ধামরাই : ঢাকার ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাওসার সুলতান। 

ধামরাই পৌরশহরের পাঠান টোলা এলাকা থেকে গতকাল রাতে তাকে আটক করে পুলিশ। আটককৃত শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা থানার নয়ালী বাগ ডোকরা এলাকার মোহনী মোহন অদিকারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে ধামরাই পৌর শহরের পাঠান টোলা এলাকায় মাদক ইয়াবা বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌছিয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করেন ধামরাই ধামরাই থানায় নিয়ে আসি।

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোঃ কাওসার সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকা থেকে মাদক কারবারি শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে ৪ শ পিস ইয়াবা(যারমুল্যে ১,২০,০০০/=) আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে জানতে পারি শ্রী ভবেশ চন্দ্র অধিকার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সকালে শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়