শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৪৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মো:আদনান হোসেন ধামরাই : ঢাকার ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাওসার সুলতান। 

ধামরাই পৌরশহরের পাঠান টোলা এলাকা থেকে গতকাল রাতে তাকে আটক করে পুলিশ। আটককৃত শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা থানার নয়ালী বাগ ডোকরা এলাকার মোহনী মোহন অদিকারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে ধামরাই পৌর শহরের পাঠান টোলা এলাকায় মাদক ইয়াবা বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌছিয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করেন ধামরাই ধামরাই থানায় নিয়ে আসি।

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোঃ কাওসার সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকা থেকে মাদক কারবারি শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে ৪ শ পিস ইয়াবা(যারমুল্যে ১,২০,০০০/=) আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে জানতে পারি শ্রী ভবেশ চন্দ্র অধিকার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সকালে শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়