শিরোনাম
◈ লিভারপুলকে হারিয়ে নিউক্যাসল ৭০ বছর পর ঘরোয়া ফুটবলের শিরোপা জিতলো  ◈ টেনিসের আদলে ৫ বিলিয়ন ডলারের ক্রিকেট লিগ চালু করছে  সৌদি আরব ◈ লাকসামে আওয়ামী লীগ নেতার বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫ ◈ দেশের কোচদের নিয়ে জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান খালেদ মাহমুদ সুজন ◈ কর্মবিরতিতে যাওয়া মেট্রোরেলের স্টাফরা কাজে ফিরেছেন, মেট্রোরেলের কার্যক্রম স্বাভাবিক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজে হুথির ‘হামলা’ ◈ উর্দু ভাষায় আলাপচারিতার ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি ও হেফাজত নেতা যা বলছেন ◈ ব্যাংকের প্রতিটি শাখায় স্কুল ব্যাংকিং চালু করতে হবে ◈ দুটি কারণ পাওয়া গেছে এসএসসিতে পরীক্ষার্থী কমে যাওয়ার ◈ যে কারনে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে সিগন্যালের ত্রুটি থাকায় লাইনচ্যুত বাংলাবান্ধা এক্সপ্রেস

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী রেলওয়ে স্টেশনে শনিবার বেলা ২টার দিকে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট এলাকা থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে ত্রুটি থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিলে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ জানিয়েছেন যে, সিগন্যালের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এই দুর্ঘটনার সময় উভয় ট্রেনেই কোনো যাত্রী ছিল না এবং বর্তমানে উদ্ধার কাজ চলছে।

স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, “বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ধোলাই শেষে স্টেশনের দিকে ঢুকছিল। এই সময়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুশব্যাক করার সময় হয়তো এলএম (লোকোমোটিভ) এর ভুল বোঝাবুঝি বা কোনো কারণে ট্রেনটি অপর দিক থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ ঘটায়। এর ফলে, ধূমকেতু এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়।"

তিনি আরও জানান, "এখন পাকশি থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, শুধুমাত্র পদ্মা ট্রেনটি ঢাকার উদ্দেশে যেতে কিছু বিলম্ব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়