শিরোনাম
◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার! ◈ সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ◈ রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার ◈ আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ কৌশলে রাতে ঘরে ঢুকে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত ◈ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ◈ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারেও ১০ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে ◈ ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির কুকীর্তি নিয়ে সাবেক নেতার পোস্ট ভাইরাল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে সিগন্যালের ত্রুটি থাকায় লাইনচ্যুত বাংলাবান্ধা এক্সপ্রেস

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী রেলওয়ে স্টেশনে শনিবার বেলা ২টার দিকে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট এলাকা থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে ত্রুটি থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিলে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ জানিয়েছেন যে, সিগন্যালের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এই দুর্ঘটনার সময় উভয় ট্রেনেই কোনো যাত্রী ছিল না এবং বর্তমানে উদ্ধার কাজ চলছে।

স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, “বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ধোলাই শেষে স্টেশনের দিকে ঢুকছিল। এই সময়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুশব্যাক করার সময় হয়তো এলএম (লোকোমোটিভ) এর ভুল বোঝাবুঝি বা কোনো কারণে ট্রেনটি অপর দিক থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ ঘটায়। এর ফলে, ধূমকেতু এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়।"

তিনি আরও জানান, "এখন পাকশি থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, শুধুমাত্র পদ্মা ট্রেনটি ঢাকার উদ্দেশে যেতে কিছু বিলম্ব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়