শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে সিগন্যালের ত্রুটি থাকায় লাইনচ্যুত বাংলাবান্ধা এক্সপ্রেস

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী রেলওয়ে স্টেশনে শনিবার বেলা ২টার দিকে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট এলাকা থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে ত্রুটি থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিলে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ জানিয়েছেন যে, সিগন্যালের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এই দুর্ঘটনার সময় উভয় ট্রেনেই কোনো যাত্রী ছিল না এবং বর্তমানে উদ্ধার কাজ চলছে।

স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, “বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ধোলাই শেষে স্টেশনের দিকে ঢুকছিল। এই সময়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুশব্যাক করার সময় হয়তো এলএম (লোকোমোটিভ) এর ভুল বোঝাবুঝি বা কোনো কারণে ট্রেনটি অপর দিক থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ ঘটায়। এর ফলে, ধূমকেতু এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়।"

তিনি আরও জানান, "এখন পাকশি থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, শুধুমাত্র পদ্মা ট্রেনটি ঢাকার উদ্দেশে যেতে কিছু বিলম্ব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়