শিরোনাম
◈ ব্যাংক না দিলেও খোলাবাজারে চড়া দামে নতুন টাকা ◈ নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় দুরবস্থায় শিল্পকারখানা ◈ দ্রুত নির্বাচন করা, সাথে সংস্কারটা যত দ্রুত করা যায় সে কথাই বলেছি: মির্জা ফখরুল  ◈ সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিন ছুটি ঘোষণা ◈ বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস ◈ পাকিস্তান থেকে এল ২৬ হাজার টন চাল ◈ আস্থাহীনতায় রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে! ◈ রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ◈ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী উপজেলা গুলোতে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:২৩ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় ৩ বছর ৪ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাহাজুল ফকির (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। এসময় একই গ্রামের সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। এরপর সাহাজুল দ্রুত পালিয়ে যান।   অভিযুক্ত সাহাজুল পেশায় একজন রাজমিস্ত্রি।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবা রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেফতার করে এবং শুক্রবার (১৪ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, শিশুটির বয়স তিন বছর চার মাস। শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়