শিরোনাম
◈ সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই: সারজিস ◈ (১৫ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক ◈ টিউলিপ সিদ্দিক জাল স্বাক্ষর করেছিলেন বোনকে ফ্ল্যাট পাইয়ে দিতে: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি? ◈ নওফেল, বিপ্লবকে ১০ কোটি টাকায় পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে! ◈ তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ◈ ঘুষকাণ্ডে অভিযুক্ত আদানির কাছে মার্কিন সমন পৌঁছে দেবে ভারত ◈ ট্রুডোর পদত্যাগ, শপথ নিলেন মার্ক কার্নি ◈ সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম!

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বিএনপির নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ  

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে মরহুম আল্লামা আতহার আলী রহঃ বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এড.ফজলুর রহমান টিভি টকশোতে দেয়া বক্তব্যেন প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) বাদজুমা আল্লামা আতহার আলী রহ. প্রতিষ্ঠিত ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বারবার দলবদলকারী নেতা এড.ফজলুর রহমানেরবক্তব্যের প্রতিবাদে  আলেম ওলামা তথা কিশোরগঞ্জের তৌহিদী জনতার উদ্যোগে  বিক্ষোভ মিছিল করে। 

প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি বিএনপি নয় ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় শহীদী মসজিদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন বিভিন্ন সময় বিভিন্ন বক্ত্যবে বিএনপি চেয়ারপার্সনের কথিত উপদেষ্টা বাকশালি  পুত্র বারবার দলবদলকারী নেতা আলেম ওলামা তথা ইসলাম ও ধর্মবিদ্বেষী কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে আসছিলেন। সর্বশেষ মরহুম আল্লামা আতহার আলী রহঃ বিরুদ্ধে মিথ্যা ও কটুক্তি মূলক বক্তব্য প্রদান করায় আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিয়েছেন। আমরা অনতিবিলম্বে এসব কটুক্তিমূলক বক্তব্য প্রত্যাহারসহ প্রকাশ্য ক্ষমা প্রার্থনার বহবান করছি। সেই সাথে ভবিষ্যতের জন্য হুশিয়ার করছি যেন ভবিষ্যতে এরকম কোন বক্তব্য থেকে তিনি বিরত থাকেন। আর যদি তিনি সংশোধন না হন তাহলে এর চেয়েও কঠিন কর্মসূচী দিয়ে তাকে উচিত শিক্ষা দেবে কিশোরগঞ্জের তৌহিদী জনতা।

এ সময় বক্তব্যে তাঁরা আরো বলেন, তাঁর ফ্যাসিষ্ট আর বাকশালী বক্তব্যে বিএনপির  ইমেজ ক্ষুন্ন হচ্ছে। বিএনপিরও উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা। এ সময় কিশোরগঞ্জের সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপিঠ জামিয়া এমদাদিয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ কিশোরদের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়