শিরোনাম
◈ টকশোতে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালেন নুর-হান্নান মাসউদ! (ভিডিও) ◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প! ◈ রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার ◈ ১০ জন নিয়েও আল নাসরের জয়, রোনালদোর ৯২৮তম গোল ◈ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিরুদ্ধে ◈ ইমাদ ওয়াসিমের দাবি, পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে ◈ রোহিঙ্গাদের সঙ্গে গুতেরেস ও ইউনূসের দিনটা যেভাবে গেল ◈ রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের ◈ রোহিঙ্গারা আগামী বছর যেন নিজ বাড়িতে ঈদ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ◈ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের গভীরে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার

হুসাইন বিন আফতাব, শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের বাদুজুলি খালের পাশে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় আলমগীর খাঁ ও রহমান গাজী নামের দুই জেলে এই বৃদ্ধাকে দেখতে পান। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

উদ্ধার হওয়া বৃদ্ধা নিজের নাম শুকুরুন নেছা বলে জানিয়েছেন। তার স্বামীর নাম গফফার ও একমাত্র ছেলের নাম রফিকুল। তবে কীভাবে তিনি এতদূর নদী পার হয়ে গভীর সুন্দরবনে পৌঁছালেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না।

তিন দিন ধরে কাঁকড়া ধরার পর ফেরার পথে দুই জেলে এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে পান। দেরি না করে তাঁরা বৃদ্ধাকে গাছ থেকে নামিয়ে নিরাপদে নিয়ে আসেন। রাতে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার পর শুক্রবার সকালে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করে ফেরার সময় এক নারীকে গাছের ডালে শুয়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং সকালে পরিষদে নিয়ে আসেন। আপাতত ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।”

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম বলেন, “গতকাল রাতে এমন একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। কীভাবে এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়