শিরোনাম
◈ দেশে কোন খাদ্য সংকট হবে না ◈ ফরেনসিক ডিএনএ ল্যাব হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ◈ এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন ◈ চুয়েট নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার ◈ নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির ভিন্নমত, জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি ◈ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত : আইন উপদেষ্টা ◈ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান (ভিডিও) ◈ করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের ◈ স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের গভীরে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার

হুসাইন বিন আফতাব, শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের বাদুজুলি খালের পাশে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় আলমগীর খাঁ ও রহমান গাজী নামের দুই জেলে এই বৃদ্ধাকে দেখতে পান। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

উদ্ধার হওয়া বৃদ্ধা নিজের নাম শুকুরুন নেছা বলে জানিয়েছেন। তার স্বামীর নাম গফফার ও একমাত্র ছেলের নাম রফিকুল। তবে কীভাবে তিনি এতদূর নদী পার হয়ে গভীর সুন্দরবনে পৌঁছালেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না।

তিন দিন ধরে কাঁকড়া ধরার পর ফেরার পথে দুই জেলে এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে পান। দেরি না করে তাঁরা বৃদ্ধাকে গাছ থেকে নামিয়ে নিরাপদে নিয়ে আসেন। রাতে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার পর শুক্রবার সকালে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করে ফেরার সময় এক নারীকে গাছের ডালে শুয়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং সকালে পরিষদে নিয়ে আসেন। আপাতত ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।”

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম বলেন, “গতকাল রাতে এমন একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। কীভাবে এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়