প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড়া গ্রামের আলোচিত পিয়াস মজুমদার (২২) হত্যা ও ডাকাতির ঘটনায় সামিউল শেখ (৩৫) ও মো: মোরশেদ ওরফে কামাল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) কোটালীপাড়া ও বাগেরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়।
হত্যা ও ডাকাতির ঘটনায় গত মঙ্গলবার (১১ মার্চ) লাখিরপাড়া গ্রামের দন্তচিকিৎসক পল মজুমদার খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।
জানা গেছে, গত মঙ্গলবার (১১ মার্চ) উপজেলায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা । এ সময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়।
পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো সকালে এরা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদার (২২) কে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় আশে পাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত সামিউল শেখ কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে ও মো: মোরশেদ ওরফে কামাল হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামের সোহরাফ খানের ছেলে।
আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।