নুর উদ্দিন, ছাতক প্রতিনিধি : ছাতকে দু'পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামে এঘটনা ঘটে। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ৫ব্যাক্তিকে আটক করা হয়।
জানা যায়, উপজেলার কালারুকা গ্রামের আওয়ামীলীগ নেতা আমিরুল হক, জহির মিয়া পক্ষ ও একই গ্রামের আব্দুস শহিদের মধ্যে তারাবীর নামাজে শিশুদের সুর চিৎকার নিয়ে কথা কাটাকাটি হয়। নামাজ শেষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়।
আহতাবস্থায় জুয়েল আহমদ (৩০) তোফায়েল আহমেদ (১৭)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।