শিরোনাম
◈ টকশোতে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালেন নুর-হান্নান মাসউদ! (ভিডিও) ◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প! ◈ রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার ◈ ১০ জন নিয়েও আল নাসরের জয়, রোনালদোর ৯২৮তম গোল ◈ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিরুদ্ধে ◈ ইমাদ ওয়াসিমের দাবি, পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে ◈ রোহিঙ্গাদের সঙ্গে গুতেরেস ও ইউনূসের দিনটা যেভাবে গেল ◈ রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের ◈ রোহিঙ্গারা আগামী বছর যেন নিজ বাড়িতে ঈদ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ◈ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় একই পরিবারের ৪ ভাই-বোনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ

কাজী রাশেদ, চান্দিনা, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামে পারিবারিক মনোমালন্যের জেরে একই পরিবারের ৪ ভাই-বোনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন মৃত: সোলেমান মিয়ার সন্তান লাকী আক্তার (৩৭) , মোঃ সাদ্দাম হোসেন (২৮) , লাইলী আক্তার( ৩০) এবং কবির হোসেন (৪০) মঙ্গলবার ( ১১ মার্চ ) সকাল ৯টায় আহতদের ঘরের উঠানে এ মারামারির ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহত লাকী আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলা নং-১১/৪৩ তারিখ ১৩/০৩/২০২৫ইং । আসামীরা হলেন, মোঃ আউয়াল (৪৫) পিতা- মৃত: জলিল , মোঃ আশিক মিয়া ( ২০) , মোঃ সাগর মিয়া (২২) উভয় পিতা- মোঃ আউয়াল , আয়েশা আক্তার (৩৮) স্বামী- মোঃ আউয়াল , শাহ জাহান মিয়া ( ৫০) পিতা-মৃত: জলিল, মোঃ মামুন মিয়া ( (২০)পিতা- শাহ জাহান মিয়া এবং এনামুল হক ( ৩০) পিতা- সফিকুল ইসলাম সর্ব সাং বেতুয়া,পোঃ সুলতানপুর, দেবিদ্বার।

মামলার অভিয়োগে জানা যায়, বাদী ও বিবাদী পাশাপাশি প্রতিবেশী।তাদের মধ্যে সামাজিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালন্য চলে আসছিল।এছাড়া বিবাদীরা দুষ্ট প্রকৃতির লোক । যার ফলে তারা বাদী ও তার পরিবারের উপর যখন তখন অতর্কীত হামলা করতে চলে আসে ।তারি ধারাবাহিকতায় গত ১১/০৩/২০২৫ ইং তারিখে বাদীর বোন লাইলী আক্তারের সাথে তাদের বসত ঘরে পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে ছিল। এসময় অতর্কীতভাবে মোঃ আউয়াল তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে উভয়ে তর্কাতর্কীর এক পর্যায়ে আউয়াল সহ সকল বিবাদীরা দা,শাবল ও লাঠিশোটা নিয়া বাদীর পরিবারের উপর কুপাতে ও পিটাতে থাকে।এছাড়া বিবাদীরা বাদীর ঘরে ঢুকে আলমারী থেকে ১ভরি ওজনের স্বর্ণের হার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।এসময় তাদের শোর চিৎকারে আশে পাশের লোকজন চলে আসলে বাদীরা হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ( ওসি ) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আমরা বাদীর (ভিকটিম ) দায়ের করা মামলা নিয়েছি এবং আসামী ধরার অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়