শিরোনাম
◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার! ◈ সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ◈ রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার ◈ আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ কৌশলে রাতে ঘরে ঢুকে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত ◈ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ◈ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারেও ১০ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হচ্ছে ◈ ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির কুকীর্তি নিয়ে সাবেক নেতার পোস্ট ভাইরাল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় একই পরিবারের ৪ ভাই-বোনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ

কাজী রাশেদ, চান্দিনা, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামে পারিবারিক মনোমালন্যের জেরে একই পরিবারের ৪ ভাই-বোনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন মৃত: সোলেমান মিয়ার সন্তান লাকী আক্তার (৩৭) , মোঃ সাদ্দাম হোসেন (২৮) , লাইলী আক্তার( ৩০) এবং কবির হোসেন (৪০) মঙ্গলবার ( ১১ মার্চ ) সকাল ৯টায় আহতদের ঘরের উঠানে এ মারামারির ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহত লাকী আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলা নং-১১/৪৩ তারিখ ১৩/০৩/২০২৫ইং । আসামীরা হলেন, মোঃ আউয়াল (৪৫) পিতা- মৃত: জলিল , মোঃ আশিক মিয়া ( ২০) , মোঃ সাগর মিয়া (২২) উভয় পিতা- মোঃ আউয়াল , আয়েশা আক্তার (৩৮) স্বামী- মোঃ আউয়াল , শাহ জাহান মিয়া ( ৫০) পিতা-মৃত: জলিল, মোঃ মামুন মিয়া ( (২০)পিতা- শাহ জাহান মিয়া এবং এনামুল হক ( ৩০) পিতা- সফিকুল ইসলাম সর্ব সাং বেতুয়া,পোঃ সুলতানপুর, দেবিদ্বার।

মামলার অভিয়োগে জানা যায়, বাদী ও বিবাদী পাশাপাশি প্রতিবেশী।তাদের মধ্যে সামাজিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালন্য চলে আসছিল।এছাড়া বিবাদীরা দুষ্ট প্রকৃতির লোক । যার ফলে তারা বাদী ও তার পরিবারের উপর যখন তখন অতর্কীত হামলা করতে চলে আসে ।তারি ধারাবাহিকতায় গত ১১/০৩/২০২৫ ইং তারিখে বাদীর বোন লাইলী আক্তারের সাথে তাদের বসত ঘরে পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে ছিল। এসময় অতর্কীতভাবে মোঃ আউয়াল তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে উভয়ে তর্কাতর্কীর এক পর্যায়ে আউয়াল সহ সকল বিবাদীরা দা,শাবল ও লাঠিশোটা নিয়া বাদীর পরিবারের উপর কুপাতে ও পিটাতে থাকে।এছাড়া বিবাদীরা বাদীর ঘরে ঢুকে আলমারী থেকে ১ভরি ওজনের স্বর্ণের হার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।এসময় তাদের শোর চিৎকারে আশে পাশের লোকজন চলে আসলে বাদীরা হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ( ওসি ) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আমরা বাদীর (ভিকটিম ) দায়ের করা মামলা নিয়েছি এবং আসামী ধরার অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়