শিরোনাম

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ১২:৪৯ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষকে নিয়ে আগামীদিনে আমাদের ভোটের রাজনীতি করতে হবে: ইঞ্জি: শ্যামল

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: সাধারণ মানুষ ও নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।(১৪ মার্চ) শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২.৩.৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সভাপতি নাজির উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সঞ্চালনায় ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সম্মানিত সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা  বিএনপি নেতা অ্যাড: শফিকুল ইসলাম, এবি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, অ্যাড: তারিকুল ইসলাম রুমা, মাঈনুল হোসেন চপল,মনির হোসেন প্রমুখ। 

প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, মানুষকে নিয়ে আগামীদিনে আমাদের ভোটের রাজনীতি করতে হবে। মানুষদের সাথে এমন কোন আচরণ করা যাবেনা বিএনপির ইমেজ নষ্ট হয়। তিনি বলেন, গতকাল কুমিল্লা বিভাগীয় মিটিংয়ে সব নেতাকর্মীদের একত্রিত হয়েও একই কথা বলা হয়েছে যেন দলের সুনাম নষ্ট না হয়। আজকের ইফতার মাহফিলে সব নেতাকর্মীরা একত্রিত হয়েছি বলছি আমরা যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়