শিরোনাম
◈ আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস  ◈ দেশ ছেড়ে যারা আগেই চলে গেছেন তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়? ◈ ৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক ◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকের সঙ্গে দেখা করে ফেরার পথে অজ্ঞান হয়ে পড়ে তরুণী, অতঃপর...

প্রেমিকের সঙ্গে দেখা করে ফেরার পথে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ১৭ বছর বয়সি এক তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ।

বুধবার (১২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বাঁশেরপুল এলাকা থেকে উদ্ধার করা ওই তরুণীকে বৃহস্পতিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, ওই তরুণী মঙ্গলবার তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। বুধবার নিজ বাড়িতে যাওয়ার কথা বলে ওই আত্মীয়র বাড়ি থেকে বের হয় সে। পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করে তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে কৌশলে সটকে পড়ে।

তিনি আরও জানান, নিরাশ হয়ে রাতেই ওই তরুণী গালুয়া থেকে ভান্ডারিয়ার ওপর দিয়ে কাঁঠালিয়ায় বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে হাঁটার সময় রাস্তায় ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ভান্ডারিয়া থানায় খবর দেন।

ওসি জানান, পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দীর্ঘ সময় না খেয়ে থাকায় দুর্বল হয়ে ওই তরুণী রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। এ ছাড়া তার সঙ্গে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

সুস্থ হওয়ার পর ওই তরুণীর কাছ থেকে ঠিকানা নিয়ে বৃহস্পতিবার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আহমেদ আনওয়ার। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়