শিরোনাম
◈ ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ ◈ কক্সবাজার-মাতারবাড়ী: সড়কটি যেন ‘সোনা দিয়ে মোড়ানো’ হবে! ◈ আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস  ◈ হুমকির মুখে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা : একশন এইড ◈ ট্রাম্পের ১০ শতাংশ শুল্কারোপ, বাংলাদেশের পোশাক শিল্পের জন্য আশীর্বাদ ◈ ইউনূসের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির চিন্তা নয়া দিগন্তের সূচনা ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোর, গ্রেফতার ২৩৫ ◈ বাংলাদেশ নিয়ে রণধীর জয়সোয়ালের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ◈ লালমনিরহাটে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৫:০৯ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টারকে কুপিয়ে ও পিটিয়ে আহত

ফিরোজ আহম্মেদ,  ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা (৫১) কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে সদর উপজেলার ছয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতের বড় ভাই মশিয়ার রহমান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ২ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে।

মামলার বিবরণে জানাজায়, বুধবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার থেকে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা কাজ শেষে নিজ বাড়িতে ভ্যান যোগে যাচ্ছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই গ্রামের সন্ত্রাসী ঠান্ডু মোল্লার ছেলে রিয়াজুল (৩৮) ও ইরফান (৩৬) সহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তার আত্মচিৎকারে এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আহতের ভাই ২ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়