শিরোনাম
◈ আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস  ◈ দেশ ছেড়ে যারা আগেই চলে গেছেন তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়? ◈ ৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক ◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৪:৪৫ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপার গড়াই নদী থেকে কুমির ধরে আনন্দ মিছিল

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদী থেকে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির । বুধবার রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়ীতে উঠে আসছিল। এসময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। 
 
ঐ এলাকাবাসী শিমুল খান জানান, গড়াই নদী থেকে প্রায় ৪শ ফুট উপরে ৬ নম্বর ওয়ার্ড মেম্বার খিলাফত মিয়ার বাড়ীর দিকে যাচ্ছিল । সে সময় পাতার উপর দিয়ে যাওয়া অবস্থায় খড়-মড় আওয়াজ শুনে এলাকাবাসী কুমিরটিকে দেখতে পায়। 

এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে তারা । পরে কুমিরটিকে মজবুত করে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে এলাকাবাসী।
 
স্থানীয়দের মধ্যে ইনসান আলী জানান, দীর্ঘ প্রায় দুই মাস ধরে আমরা গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলাম । কুমিরটা প্রায় ৮-১০ ফুট লম্বা হবে। তবে পুরুষ না মেয়ে তা জানা সম্ভব হয়নি। তবে আরো কমপক্ষে দুইটা কুমির আছে বলে ধারনা করেন। 
 
শৈলকূপা বন বিভাগের কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে প্রথমে খুলমবাড়িয়া স্কুল মাঠে রাখে । তারপর ভ্যানে করে শৈলকূপা থানায় আনা হয়। কুমিরটি জীবিত উদ্ধারে যশোর বন বিভাগের কর্মকর্তারা রওনা হয়েছেন। কুমিরটির নিরাপত্তার স্বার্থে কর্মকর্তারা যতক্ষণ না আসবেন ততক্ষণ থানাতেই রাখা হবে। কুমিরটিকে জাল দিয়ে ও দড়ি দিয়ে বাধা অবস্থায় পাওয়া গেছে । রাতেই যশোরে কর্মকর্তারা নিয়ে যাবেন বলে জানা গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়