শিরোনাম
◈ পুলিশের এসআই পদে নিয়োগবঞ্চিত ৮৮ জনের নিয়োগের পথ খুলল ◈ হঠাৎ বন্ধ বাংলাদেশিদের ওমরা ভিসা ◈ দেশবাসীর কাছে নির্যাতনের শিকার মাগুরার সেই শিশুটির জন্য সেনাবাহিনীর দোয়া প্রার্থনা ◈ রাখাইনকে সহায়তায় বাংলাদেশকে করিডোর দিতে বলল ফোর্টিফাই রাইটস ◈ গণজাগরণ মঞ্চের সেই লাকির বিষয়ে জবি ক্যাম্পাসে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হল ◈ বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন ◈ অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই শামীমা বেগম ◈ ‘আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে’ বলা ছাত্রদল নেতা কারাগারে ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগ নেতা সাক্ষাৎকার দি‌লেন ভার‌তের এএন আই‌কে (ভিডিও) ◈ সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে আসামীদের ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা দাবী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে চলছে ডেভিল হান্ট অপারেশন। যৌথবাহিনীর সমন্বয়ে এই ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে মূলত চিহ্নিত সন্ত্রাসী বা আসামীদের গ্রেপ্তার করা হচ্ছে। অথচ সেই আসামীদের সুবিধা দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে খোদ এক ওসির বিরুদ্ধে।  ওসির বিরুদ্ধে অভিযোগ থানায় হওয়া নাশকতা মামলার আসামীদের সাথে তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন।

দিচ্ছেন অর্থের বিনিময়ে সুবিধা। এছাড়া চলমান ডেভিল হান্টের ভয় দেখিয়ে ঘুষ দাবীরও অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন নাশকতা মামলার বাদী মিজানুর রহমান নামের এক বিএনপি নেতা। তিনি আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি। আর অভিযোগ ওঠা ওসির নাম মোস্তাফিজুর রহমান। তিনি বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

সম্প্রতি গণমাধ্যমকর্মীদের কাছে ওসির বিভিন্ন অনিয়ম ও ঘুষের অভিযোগ তুলেছেন ভূক্তভোগী ওই নেতা নিজেই। এর আগে তিনি নিজেই ওসির অপসারণ চেয়ে গত ২৪ ফেব্রুয়ারী বগুড়া পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

কিন্তু ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি জেলা পুলিশ। এতে পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আদমদীঘিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আসামীদের পক্ষপাতমূলক আচরণ, তাদের থেকে সুবিধা নিয়ে রেহাই, ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা
আদায়সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নাশকতা মামলার বাদী মিজানুর রহমান।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘিতে গত ২৫ আগষ্ট বিএনপির দলীয় অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ২৫০ অজ্ঞাতনামা আসামী করে একটি নাশকতা মামলা থানায় দায়ের করা হয়। মামলার বাদী হন উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান। এরপর থেকে মামলার কার্যক্রম শুরু করেন পুলিশ। 

অভিযোগ উঠেছে, বর্তমান আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান নাশকতা মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে নেই কোন তৎপরতা। উল্টো তিনি ও তার সহযোগী উপ পরিদর্শক আনিছুর রহমান আসামীদের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন। বিনিময়ে আসামীদের দিচ্ছেন প্রকাশ্যে ঘোরাফেরার সুযোগ। এছাড়াও বিত্তশালীর সঙ্গে যোগাযোগ করে অপারেশন ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন মামলার বাদী৷ 

স্বৈরাচার আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়ে ওসিকে একাধিক বার জানানোর পরেই তিনি বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। বরং ইচ্ছাকৃতভাবে তালিকাভুক্ত আসামীদের ধরতে এক প্রকার অনিহা দেখাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান। এতে চরম নিরাপত্তাহীনতায় মধ্যে দিয়ে দিন পারছেন বলে দাবী করেন তিনি। এ ব্যাপারে তিনি ওসির বিরুদ্ধে অপসারণ চেয়ে বগুড়া পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে থানায় আইনগত কোন সুবিধা নিতে গেলে অশোভন আচরণ করেন তিনি। এমন অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। যার দৃশ্যমান কোন উদ্ধারকাজ ও তৎপরতা নেই পুলিশের। সম্প্রতি কদমা গ্রামে গত সোমবার (৩ মার্চ) রাতে কৃষকদের চারটি গরু চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়