শিরোনাম
◈ পুলিশের এসআই পদে নিয়োগবঞ্চিত ৮৮ জনের নিয়োগের পথ খুলল ◈ হঠাৎ বন্ধ বাংলাদেশিদের ওমরা ভিসা ◈ দেশবাসীর কাছে নির্যাতনের শিকার মাগুরার সেই শিশুটির জন্য সেনাবাহিনীর দোয়া প্রার্থনা ◈ রাখাইনকে সহায়তায় বাংলাদেশকে করিডোর দিতে বলল ফোর্টিফাই রাইটস ◈ গণজাগরণ মঞ্চের সেই লাকির বিষয়ে জবি ক্যাম্পাসে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হল ◈ বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন ◈ অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই শামীমা বেগম ◈ ‘আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে’ বলা ছাত্রদল নেতা কারাগারে ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগ নেতা সাক্ষাৎকার দি‌লেন ভার‌তের এএন আই‌কে (ভিডিও) ◈ সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫ ড্রেজার ধ্বংস

তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫টি ড্রেজার মেশিন, ২০ টি মাচা, কয়েক হাজার ফুট পাইপ ধ্বংসসহ এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে প্রশাসন। ১১ মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হাসমত আলী। তিনি উপজেলার বুরুঙ্গা এলাকার তুরাব আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর পাড় ভেঙে ও গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮৫টি ড্রেজার মেশিন, ২০টি মাচা ও কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। 

পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসমত আলী নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়। অভিযানে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ, খনিজ সম্পদ ও নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়