ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত মো. রানাকে (৪২) নওগাঁ থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রানাকে নওগাঁ থেকে আটক করে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে ভিক্টিম বাদি হয়ে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক নারীকে হেনস্তা করেন রানা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আটকের দাবি ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে যে রানা নওগাঁয় অবস্থান করছে। এরপর রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রানা রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা।