শিরোনাম
◈ মাত্র সাত দেশ ‘হু’র বায়ু মান পূরণ করেছে ◈ আওয়ামী লীগ ছদ্মবেশ পরিবর্তন করে চাঁদাবাজি করছে, চিহ্নিত করে বিতাড়িত করতে হবে  : মির্জা আব্বাস  ◈ আবারো তামিম ইকবালের সেঞ্চুরি, ব্রাদার্সের বিরুদ্ধে মোহামেডানের সহজ জয় ◈ রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি: প্রেস সচিব ◈ গণপরিষদ নির্বাচন: ৫৩ বছর পর কেন এত আলোচনায়? ◈ শাপলা চত্ত্বরে গণহত্যা: হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ দৈনিক যায়যায়দিন পত্রিকার 'ডিক্লারেশন' বাতিল করল সরকার ◈ খাদ্য সহায়তা হ্রাস রোহিঙ্গাদের ওপর ‘সামাজিক ও মানসিক’ চাপ তৈরি করবে ◈ বেক্সিমকোর রিসিভার নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়, এখন থেকে চলবে নিজস্ব ব্যবস্থাপনায়

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১২:৩৩ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে  টহলের সময় মটরসাইকেল দূর্ঘটনায় প্রান গেল বিজিবি সৈনিকের

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তের পুটখালীতে  মাদকবিরোধী অভিযানে সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিজিবি সিপাহী মোজাম্মেল হক ।  এসময়  তার সঙ্গে থাকা আরেক বিজিবি হাবিলদার দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনার অধীনস্থ ২১ বিজিবি বেনাপোল পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোষ্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সৈনিক মোজাম্মেল হক উপজেলার গ্রামের ছেলে। আহত বিজিবির হাবিলদার দোলোয়ার হোসেন জেলার উপজেলার গ্রামের ছেলে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহাফুজুর রহমান জানান, রাত সাড়ে ৮ টার দিকে দুই বিজিবি সদস্যকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাদের অনান্য বিজিবি সদস্যরা। এসময় পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার পূর্বেই বিজিবি সৈনিক মোজাম্মেল হক অতিরিক্ত রক্তক্ষরনে  মারা গেছেন। গুরুতর জখম বিজিবি হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদোর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা নেওয়ার সময় বিজিবির সুবেদার সলিমউল্লাহ উল্লেখ্য করেছেন  সড়ক দূর্ঘটনার শিকার হয়েছিল তারা।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল মিয়া জানান, বিজিবির পক্ষ থেকে মরদেহ  ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি চাওয়ায় তা দেওয়া হয়েছে। পরবর্তীতে রা সাড়ে ১০ টার দিকে বিজিবি সদস্যের মরদেহ বিজিবির সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যায়।

এদিকে স্থানীয় সুত্রে জানায়, ২১ ব্যাটালিয়ানের খুলনা ইউনিটের হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদকের চালান উদ্ধারের উদ্দেশ্যে মোটরসাইকেলে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছিলেন।  পথিমধ্যে পুটখালী ক্যাম্পের অস্থায়ী পোস্ট মসজিদ বাড়ি নামক স্থানে তারা দুর্ঘটনার শিকার হন। বিজিবি সদস্যদের মোটরসাইকেলটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার গণমাধ্যমকর্মীদের জানান, ‘সীমান্ত টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিপাহী মোজাম্মেল ঘটনাস্থলে নিহত হন ও আরেক বিজিবি হাবিলদার গুরুতর আহত হন হাবিলদারকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়