শিরোনাম

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ!

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজা সহ একটি পিকআপ ভ্যান আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। তবে কৌশলে পালিয়ে গেছে চালক।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে  উপজেলার  শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পিকআপটিকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক দ্রুতগতিতে চালিয়ে কিছুদুর গিয়ে রাস্তার ধারে পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজা সহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়