শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৫:৩২ বিকাল
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটভাটায় হয়রানি বন্ধ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুশিয়ারী

নোয়াখালী প্রতিনিধি : ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা, জরিমানা, ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি সমাবেশ শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানের নামে জরিমানা, ভাংচুরসহ মালিক- শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে করে একদিকে ভাটা মালিকরা লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক হাজার মিটার (এক কিলোমিটার) দূরে ইটভাটা স্থাপনের যে ধারা রয়েছে তা সংশোধন করে চারশ মিটার করার দাবি জানানো হয়।

এসময় বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে ইটভাটা পরিচালনার একটি যৌক্তিক সমাধান না হলে মৌসুম শেষে ১০ লাখ লোক নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুশিয়ারী দেন সংগঠনের নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালীর সভাপতি মো.ইসমাইল, সহসভাপতি একরাম উল্লা ডিপটি, সাধারণ সম্পাদক কে.এম আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান, ইটভাটা মালিক শাহ জাফর উল্যাহ রাসেল, আবদুর রশিদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক ইটভাটা মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন।
নোয়াখালী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়