সালথা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কে যাত্রীবাহী থ্রি হুইলার (মাহিন্দ্র) উল্টে ফের প্রান গেলো ইদ্রিস হাজরা (৫৫) নামের এক কৃষকের। সোমবার (১০ মার্চ) রাত পৌনে আটটার দিকে সালথা-ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আঃ লতিফ হাজরার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে সদর থানার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে গেছিলেন ইদ্রিস হাজরা। পরে বাড়ির উদ্দেশ্যে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র গাড়িতে ওঠেন তিনি। শোলাকুন্ড মাদ্রাসার সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্র গাড়িটি উল্টে যায়। এসময় ইদ্রিস হাজরা সহ ৭জন আহত হয়। আহতবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ইদ্রিস হাজরা মারা যান।আরেকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করেছেন।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারী বিকালে স্কুল থেকে ফেরার পথে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের কৈজুরী ইউনিয়নের কুজুরদিয়া মাদ্রাসার সামনে থ্রি হুইলার মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম (৪০) নিহত হন।