কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামী ও ছোলাইমদ সহ ৩ জন সহ ৫জনকে গ্রেফতার করেছে বাঁশখালী পুলিশ। বিগত ২৪ ঘন্টায় এ সময় আসামিদের পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানান বাঁশখালী থানার অপারেশন অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
সোমবার (১০ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে মাদক কারবারী সহ ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ভাদালিয়া এলাকা হতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বজল আহমদের পুত্র শফি আলম ড্রাইভার প্রঃ শফি আহমদ, সাধনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জীর স্ত্রী ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী সংগীতা মুখার্জী (৩০) কে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে পুঁইছড়ি ইউপির জান্নাত এগ্রো ফার্মের সামনে পৃথক আরেক অভিযানে ২০ লিটার ছোলাই মদ সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বাঁশখালী পৌরসভা এলাকার উত্তর জলদী ২ নম্বর ওয়ার্ডের রঞ্জিত বড়ুয়ার পুত্র সাজু বড়ুয়া (২৬), মৃত সাধন বড়ুয়ার পুত্র নির্মুল বড়ুয়া (৫৫), মৃত বিমল কান্তি বড়ুয়ার পুত্র দিপায়ন বড়ুয়া (৫২)।
আসামি গ্রেফতার এর ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুইজন ও মাদকসহ তিনজন কে গ্রেফতার করেছে পুলিশের আভিযানিক টিম। গ্রেফতারকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’