শিরোনাম
◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিবাদের দোসররা বিএনপির মধ্যে ঢুকে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা চলে গেছে, ফ্যাসিবাদও চলে গেছে, কিন্তু  তাদের দোসররা বিএনপির মধ্যে ঢুকে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। এমনকি প্রত্যাকটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গাফটি মেরে বসে আছে আমাদের ভিতরে ঢুকে বিবাদ সৃষ্টি করা জন্য। সেটা আপনাদের বুজতে হবে। এই ষড়যন্ত্র  গভীর ষড়যন্ত্র। সবাইকে এবিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।  

আজ সোমবার (১০মার্চ) ফরিদপুরের সালথা সরকারী কলেজ মাঠে বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা উপলক্ষে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, আওয়ামী লীগের গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা রমজান মাসেও বাড়িঘরে থাকতে পারে নাই৷ ঠিক মতো ইফতারীও করতে পারে নাই।  পরিবার নিয়ে ঈদ করতে পারে নাই। আমরা চাই ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে। ফ্যাসিবাদের মতো রাতে ভোট চুরি করতে চাই না। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, দপ্তর সম্পাদক আবুল বাসার মাষ্টার, ডাঃ কামরুল ইসলাম সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়