শিরোনাম
◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা  ◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই যুবকের নামে ২১ মাদক মামলা!

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা-গাঁজাসহ দেলোয়ার হোসেন মাইকেল ও পরান হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে নতুন আরেকটি মামলা করে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করেছে। তবে এর আগেও তাদের বিরুদ্ধে মাদকের ঘটনায় আরও ২০টি মামলা রয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে। মাইকেল রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে ও পরান চরমোহনা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, মাইকেল ও পরান চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাইকেলের বিরুদ্ধে পূর্বের ১১টি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি ও পরানের বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে চরমোহনা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ মোল্লা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করেছেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহীদুল ইসলাম বলেন, আসামিদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়